নতুন বছরে দু'জন প্রধানমন্ত্রী পাচ্ছি, খালেদা জিয়া ও তারেক রহমান: দুদু
নতুন বছরে নতুন সরকার আসবে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নতুন বছরে আমরা ধারাবাহিকভাবে দু’জন প্রধানমন্ত্রী পাচ্ছি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান।
রবিবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি’ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অর্জিত গণতন্ত্র ও স্বাধীনতা। এই গণতন্ত্র, স্বাধীনতাকে কারা ধ্বংস করেছে? জাতি হিসেবে যদি আমরা আত্মজিজ্ঞাসায় আসি তাহলে দেখবেন এদেশের ছাত্রজনতা, বীর জনতা স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছিল। কিন্তু পরবর্তীকালে একটি রাজনৈতিক দল ও তার নেতৃবৃন্দ একদলীয় শাসন কায়েম করে গণতন্ত্র ও স্বাধীনতাকে ধ্বংস করেছে। ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল। সেটা ধ্বংস করেছে কারা? এই প্রশ্নটা যদি করি তাহলে যে নামটি আসবে সেটা হল আজকে ক্ষমতায় আছে যারা (আওয়ামী লীগ)।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.