৩ দিন অনাহারে ৪০ জন, ইউএনও'র মানবিকতা...
চাঁদপুর জেলার মদন থানায় বাড়ি মোবারক মিয়া ও আজিজ মিয়ার। এক সময় তাদের ছিল পাকাবাড়ি, গরু, ফসলি জমি ও সাজানো সংসার। মেঘনার ভাঙন ফসলি জমির সাথে কেড়ে নিয়েছে বাসতভিটাও। এ বছর ৬ হাজার মত মানুষ নদী ভাঙনে গৃহহীন হওয়ায় জায়গা মিলছে না চাঁদপুর অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলোতে।
সরকারি সহায়তায় মাথা ঠাঁই পেয়েছেন জামালপুর জেলার বকশিগঞ্জ নদী ভাঙান প্রকল্পে। তাদের মত আরো আট পরিবারের ৪০ জনকে সাথে নিয়ে রওনা দেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার উদ্দেশ্যে। নদীগর্ভে সর্বস্ব হারিয়ে সেখানে পৌঁছানোও তাদের জন্য হিমালয় সমান বাঁধা। তিনদিনের অনাহারে থেকে গতরাতে ফুলপুর উপজেলায় পৌঁছায় মোবারক মিয়া আজিজ মিয়াসহ ৪০ জনের এ দলটি। পিছনে রয়ে যাওয়া অন্যদের জন্য ফুলপুরে তাদের অপেক্ষা।