‘বিকাশ নম্বরে ৭০ হাজার টাকা পাঠান, না পাঠালে এক্ষুনি গ্রেপ্তার করা হবে’

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ১৭:৫৮

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর একটি প্রতারক চক্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের ভয় দেখিয়ে তাঁদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।


গতকাল বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘণ্টা পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিনসহ অন্য শিক্ষকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা চায় প্রতারক চক্র।


প্রধান শিক্ষক আব্দুল মোমিন অভিযোগ করে বলেন, ‘গতকাল সন্ধ্যায় অপরিচিত একটি নম্বর থেকে পুলিশ পরিচয়ে ফোন করা হয়। ফোনের অপর প্রান্ত থেকে জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) পরিচয়ে আমাকে মামলার ভয় দেখিয়ে বলেন, ‘‘আব্দুর রহিম স্বাধীন গ্রেপ্তারের পর তথ্য দিয়েছে, আপনিও আওয়ামী লীগ করেন। সেই সূত্র ধরে আপনার বিরুদ্ধে থানায় মামলা ফাইল হচ্ছে। মামলা থেকে বাঁচতে হলে এখনই প্রেরিত বিকাশ নম্বরে ৭০ হাজার টাকা পাঠান। এ টাকা না পাঠালে এক্ষুনি আপনাকে গ্রেপ্তার করা হবে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও