ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে গড়ে ওঠা সংগঠনটি থেকে সরে দাঁড়িয়ে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আবার দলে থেকেও ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কেউ কেউ।
মাস ছয়েক আগে আত্মপ্রকাশ করা ছাত্রসংগঠনটির কোনো কোনো নেতা প্রার্থী হয়েছেন অন্যান্য প্যানেল থেকেও।