নাইসেড-এ করোনা টিকা পরীক্ষার সূচনায় রাজ্যপাল, প্রথম ডোজ নেবেন ফিরহাদ হাকিম

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ১৪:৫৮

করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় পর্যায়ের (ফেজ থ্রি) পরীক্ষা শুরু হচ্ছে নাইসেড (ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস)-এ। আজ, বুধবার সকালে রাজ্যপাল জগদীপ ধনখড় আনুষ্ঠানিক সূচনা করেন।

টিকার প্রথম ডোজ দেওয়া হতে পারে পারে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। এ দিন বিকেলের দিকে নাইসেড-এ পৌঁছনোর কথা ফিরহাদের। ইতিমধ্যে তার শারীরিক পরীক্ষা হয়ে গিয়েছে। কো-মর্বিডিটি নেই। তাঁকে ‘কোভ্যাক্সিন’ দিতে কোনও অসুবিধা নেই বলে নাইসেড সূত্রে জানা গিয়েছে।

এক হাজার জনের উপরে টিকার পরীক্ষা-নিরীক্ষা চলবে। ইতিমধ্যে হায়দারাবাদ থেকে টিকা এবং প্রয়োজনীয় সামগ্রী চলে এসেছে। এক একটি দলে ভাগ করে টিকা দেওয়া হবে স্বেচ্ছাসেবকদের। কোনও দলের স্বেচ্ছাসেবকদের টিকার বদলে অন্য কিছু (প্লাসিবো) দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও