![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/12/01/cu-student-press-meet-011220-01.jpg/ALTERNATES/w640/cu-student-press-meet-011220-01.jpg)
পরীক্ষার দাবিতে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা চবি শিক্ষার্থীদের
কোভিড-১৯ মহামারীর কারণে আটকে যাওয়া পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থী।
আগামী দুই দিনের মধ্যে কর্তৃপক্ষ স্থগিত পরীক্ষার বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দিলে বোরবার থেকে আমরণ অনশনে বসবে তারা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘জিরো পয়েন্টে’ সংবাদ সম্মেলন করে ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ ব্যানারে শিক্ষার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফোরকানুল আলম।