হাওড় রক্ষায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

যুগান্তর শ্রীমঙ্গল প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৫

শ্রীমঙ্গলের হাইল হাওড়ের জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।


উপদেষ্টা বলেছেন, প্রাকৃতিকভাবে দেশীয় মাছের নানান জাত হারিয়ে যাচ্ছে, শুধু অভয়াশ্রমের মাধ্যমে তা রক্ষা করা সম্ভব হচ্ছে। একদিকে হাওড় রক্ষার কথা বলা হচ্ছে, অন্যদিকে হাওরে ধানের উৎপাদন বাড়াতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। আর কীটনাশক পানির সঙ্গে মিশে হাওড়ের মাছের ব্যাপকভাবে ক্ষতি করছে। তাই হাওড় রক্ষায় কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।


রোববার সকালে শ্রীমঙ্গলের হাইল হাওড়ের হাজীপুর এলাকার বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংলগ্ন পাড়ে ‘বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


যারা পাখি শিকার করে আনন্দ পেতে চান- তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের শিকার নির্মম, অমানবিক, প্রাণবৈচিত্র্যসহ সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতি। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও