সাইবার বুলিং-হুমকি চলছেই, আতঙ্কে আন্দোলনকারী শিক্ষার্থীরা!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯

গণঅভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো অব্যাহতভাবে সাইবার বুলিং ও প্রাণনাশসহ নানান ধরনের হুমকির শিকার হচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা। এর থেকে রেহাই পাচ্ছেন না অভ্যুত্থানের পক্ষের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীও। এ অবস্থায় অনেকেই মানসিকভাবে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি জেলা-উপজেলার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও এসব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। সম্প্রতি ফোনকলে হত্যা ও পরিবারের ক্ষয়ক্ষতির হুমকি, সামাজিক মাধ্যমে হয়রানি ও ভুয়া ভিডিও ছড়িয়ে হয়রানিসহ নানান হুমকির ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কোনো কোনো শিক্ষার্থীর সঙ্গে।


আন্দোলনকারী শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো অনলাইনে প্রকাশ করে হয়রানির মাধ্যমে ভীতি সৃষ্টি করছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, এমনটিই দাবি ভুক্তভোগীদের।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভুক্তভোগী কাওসার হামিদ জাগো নিউজকে বলেন, আইন বিভাগের শিক্ষার্থীরা শেখ মুজিবের একটি ম্যুরাল ভাঙচুর করেছিল। এ ঘটনার পর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অনবরত আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। অনলাইন, অফলাইন এমনকি আমাদের বাবা-মায়ের ফোন নম্বরে পর্যন্ত কল করে হুমকি দিচ্ছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও