স্মার্টফোনের বিকিরণ যেভাবে ক্ষতি করে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৪:২৮
শেখ আনোয়ার
করোনাভাইরাস এসে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে, ডিজিটাল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে স্মার্টফোন, ওয়াইফাই ছাড়া চলা মোটেও সম্ভব নয়। হাতে হাতে দিন-রাত স্মার্টফোনে চলছে প্রযুক্তির চমৎকার ডিজিটাল ম্যাজিক! স্মার্টফোন ছাড়া এখন কারো এক মুহূর্ত চলে না। চারপাশে চোখ মেলে তাকালে অন্ধকারেও চোখে পড়ে নীলাভ আলো। মানে স্মার্টফোনে কাজ হচ্ছে। কল করা, মেসেজ পাঠানো, ছবি শেয়ার করা, হোয়াটসঅ্যাপ-ফেসবুকসহ কত কিছু করা যায় স্মার্টফোন থেকে! খেতে খেতে, হাঁটতে হাঁটতে, শুয়ে শুয়েও চলছে স্মার্টফোন। সব সময় সঙ্গে থাকছে স্মার্টফোন। স্মার্টফোন ক্রমশই অন্তজীবন হয়ে উঠছে সবার।