২১৩ কোটি টাকা কম খরচেই শেষ হলো প্রকল্প
জাপানি অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়নে বেঁচে গেছে ২১৩ কোটি টাকা। বেঁচে যাওয়া টাকায় এরই মধ্যে আরো গ্যাস মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
তিতাস সূত্রে জানা গেছে, ‘প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন’ প্রকল্পে এমন ঘটনা ঘটেছে। নির্ধারিত সময়ের আগেই ২ লাখ প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা সম্ভব হয়েছে।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) তদারকির কারণেই অর্থ সাশ্রয় হয়েছে।
তিতাস জানায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে গ্যাসের অপচয় রোধ করতে ৭১২ কোটি টাকা ব্যয়ে ন্যাচারাল গ্যাস ইফিসিয়েন্সি প্রকল্প (বিডি-পি৭৮) হাতে নেয় তিতাস। নির্দিষ্ট মেয়াদে প্রকল্প বাস্তবায়নের ফলে সরকারি ২০২ কোটি এবং জাপানি ঋণের ১১ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এখন সাশ্রয় হওয়া অর্থ দিয়ে নতুন করে আরও ১ লাখ ২০ হাজার প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হবে।