![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Nov/20/1605854207958.jpg&width=600&height=315&top=271)
বাড়ির চারপাশে এতো নিরাপত্তা, কে এই মতিন?
উঁচু প্রাচীরে ঘেরা রহস্যময় বাগান বাড়ি। বাড়ির চারপাশে লাগানো হয়েছে শত শত ক্লোজ সার্কিট ক্যামেরা। কেনো এতো ক্যামেরা, কি হয় এই বাড়িতে আর কেনই বা এতো নিরাপত্তার আয়োজন, তা যেন অধরাই স্থানীয়দের কাছে। গেটের সাথেই রাখা হয়েছে হিংস্র কুকুর। বাড়ির ভিতরের খবর আছে হাতেগোনা কয়েকজনের কাছেই। রহস্যময় এই বাড়ির মালিক এমএ মতিন। যার নির্দিষ্ট কোনো পরিচয়ও জানে না স্থানীয়রা।
কখনো ব্যাংক কর্মকর্তা, কখনো বেসরকারি প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা আবার কখনো ব্যবসায়ী পরিচয় দিয়ে আশুলিয়ার বাইপাইলের মধ্য গাজিরচট বসুন্ধরা এলাকায় বাগান বাড়ি নির্মাণ করে বসবাস করেন এমএ মতিন। কর্মজীবনের প্রথমদিকে নাকি পালন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বও।