সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে। র্যাব-১২ এর স্পেশাল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন মিরাজ জানান, জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এরই মধ্যে ভেতরে অভিযান শুরু হয়েছে।