এক জন-দুই জন নয়, ১৪৪ জন। তারা সবাই নামের আগে ডাক্তার পদবি লেখেন। কিন্তু তাদের কেউ ডাক্তার নন, কেউই এমবিবিএস পাস করেননি। কারও কাছেই নেই বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সনদ। তবু তারা নামের আগে ডাক্তার লেখেন। সারাদেশে ৪৯২টি উপজেলার মধ্যে একটি উপজেলার চিত্র এটি। আলোচিত এই উপজেলাটি হলো পটুয়াখালীর বাউফল। এ উপজেলার ১৪৪ জন ভুয়া ডাক্তারের বিরুদ্ধে সমন জারি করেছেন পটুয়াখালীর দ্বিতীয় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন। গত ১৫ নভেম্বর এই সমন জারি করা হয়। আদালত ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
আদালত তার আদেশে বলেছেন, ‘নিবন্ধন ব্যতীত ভুয়া পদবি ব্যবহার করে অ্যালোপ্যাথি চিকিৎসা প্রদান ও প্রতারণামূলকভাবে নিজেকে ডাক্তার হিসেবে প্রতিনিধিত্ব করার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়াকে আদালত সমীচীন মনে করেন। এ কারণে এই ১৪৪ জন ভুয়া ডাক্তারের বিরুদ্ধে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২/২৮/২৯ ধারার অপরাধ ও দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮-এর ধারা ১৯০(১)(সি)-এর অধীন আমলে গ্রহণ করে প্রত্যেকের বিরুদ্ধে সমন ইস্যু করা হোক।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.