দুই আরোহী নিয়ে কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেল
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পাওয়ার হাউস যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ক্রর্ফোডনগর গ্রামের মিন্টু মিয়ার ছেলে পারভেজ মোশারফ (২৩) এবং একই এলাকার জিল্লুর রহমানের ছেলে রিংকু হোসেন (২৪)। স্থানীয়রা জানান,
বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে দুই যুবককে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এ সময় মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে রিংকু হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত পারভেজ মোশারফকে উদ্ধার করে স্থানীয়রা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।