You have reached your daily news limit

Please log in to continue


সমুদ্রে অধিকার প্রতিষ্ঠায় কেউ কথা বলেনি: প্রধানমন্ত্রী

স্বাধীনতার পর অনেকে ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের হাত ধরেই সমুদ্রসীমায় অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন দেশের অর্থনীতির উন্নয়নে সমুদ্রের সেই অপার সম্ভাবনাকে কাজে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ কোস্ট গার্ডের দুইটি অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি), পাঁচটি ইনশোর প্যাট্রল ভেসেল (আইপিভি), দুইটি ফাস্ট প্যাট্রল বোট (এফপিভি) ও বিসিজি বেইজ ভোলা- এর কমিশনিং অনুষ্ঠানে রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সুনাম বজায় রাখতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালন করতে কোস্ট গার্ডের সদস্যদের নির্দেশনা দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন