ঐশ্বরিয়া রাই বচ্চনের আগুনঝরা সৌন্দর্যে কুপোকাত সবাই। বয়স কোনোভাবেই তাঁর শরীরে এতটুকু থাবা বসাতে পারেনি। তাই ৪০ পেরিয়ে আজও তিনি তারুণ্যের প্রতীক। শুধু দেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে তাঁর অগুনতি গুণগ্রাহী। তবে সাবেক এই বিশ্বসুন্দরীর মুখমণ্ডলে সবচেয়ে নজর কাড়ে তাঁর দিঘল দুটি চোখ। ঐশ্বরিয়ার এই দুই চোখেই সৌন্দর্যের অনেক রহস্য লুকিয়ে আছে। এমন দুটি প্রসাধনসামগ্রী আছে, যা এই বলিউড অভিনেত্রীর সব সময়ের সঙ্গী। আর এ ব্যাপারে ঐশ্বরিয়া নিজে খোলাসা করেছেন।
নানা ধরনের প্রসাধনসামগ্রী ঐশ্বরিয়া ব্যবহার করেন। তবে দুটি সামগ্রী তাঁর কাছে সর্বক্ষণ থাকে। আর সে দুটি এই বলিউড নায়িকার অত্যন্ত প্রিয়। বাসার বাইরে পা রাখার সময়ও এই দুটি প্রসাধনী তাঁর ভ্যানিটি ব্যাগে থাকে। ঐশ্বরিয়া মনেপ্রাণে বিশ্বাস করেন, এই দুটি সামগ্রী তাঁর সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই বলিউড তারকা এ সম্পর্কে বলেছেন, ‘আমার কাছে সব সময় “আইলাইনার” আর “মাসকারা” থাকে। অনেক সময় অনেক ব্যস্ততার মধ্যে থাকি; ঘুমানোরও সময় পাই না। আর তখন দুই চোখে আইলাইনার আর মাসকারা লাগিয়ে নিই। আর তাতেই আমি মুহূর্তের মধ্যে ফ্রেশ হয়ে যাই। আমি মনে করি, এই দুটি সামগ্রী আমাকে আরও আকর্ষণীয় করে তোলে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.