বালক রাজার প্রস্থান

প্রথম আলো ফজলুল কবির প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ০৯:০০

চোখের সামনে আবারও ভেসে উঠছে ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর দৃশ্য, যেখানে বালক রাজার রাজত্বে জাতীয় সংগীত ‘হরিদাসের বুলবুল ভাজা/ টাটকা তাজা, খেতে মজা...।’ গাওয়া হচ্ছে। যেখানে পৃথ্বীরাজ নামের বালক তার স্বপ্নে রাজা সেজে দিন কাটায় হেসেখেলে। তার সেই কল্পরাজ্যের রাজদরবার ভর্তি ছিল মোসাহেবে, যেখানে সংকট উপস্থিত হলেই আদেশ আসে ‘গর্দান নেওয়ার’।

সেখানে পৃথ্বীরাজ চরিত্রটি স্বপ্ন থেকে বেরিয়ে এসেও অবশ্য একই রকম উচ্ছল থাকে। কিন্তু এই এখন যার কারণে পৃথ্বীরাজকে মনে পড়ল আবার, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। বরং তিনি ‘রাজ্যপাট’ হারিয়েও বারবার বলছেন, ‘সব জালিয়াত; জনগণ আমাকেই চায়। এ রাজ্য আমার।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও