![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/11/06/og/160648_bangladesh_pratidin_Magura-Medical-Camp.jpg)
মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প
‘নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে মাগুরা শ্রীপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। ইনজিনিয়াস হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ড. রশিদুল হাসান এ মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন ও রোগী দেখেন।
দুই দিনব্যাপী এ ক্যাম্পের প্রথম দিনে আজ শুক্রবার শ্রীপুরের বিভিন্ন একলাকার ৩ শতাধিক রোগী বিনা মূল্যে চিকিৎসা সেবা নেন। আগামীকাল মাগুরা সদরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।