![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/11/06/image-190324.jpg)
হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে একজনের প্রাণহানি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার মেঘনা ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় জেলেদের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে অমল জল দাস(১৫) নামে এক কিশোর নিহত ও মিলন জল দাস(২০) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে তিন জেলেকে।
শুক্রবার সকালে বঙ্গোপসাগরের চ্যানেল থেকে অমল জল দাসের লাশ উদ্ধার করা হয়। নিহত অমল জল দাস তমরদ্দি ৩ নম্বর ওয়ার্ডের প্রেম জল দাসের ছেলে। নিখোঁজ মিলন জল দাস একই এলাকার সূর্য জল দাস মাঝির ছেলে।