উমরা পালনে বাংলাদেশিদের জন্য আপাতত সুখবর নেই
করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে পবিত্র উমরা পালনের সুযোগ দিয়েছে সৌদি সরকার। বিভিন্ন শর্ত ও স্বাস্থ্যবিধি মেনে আগ্রহীরা উমরা পালনের পাশাপাশি মদিনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করছেন।
৪ অক্টোবর থেকে পবিত্র উমরা এবং ১৮ অক্টোবর থেকে পবিত্র রওজা জিয়ারত শুরু হয়। এতদিন শুধু সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসকারী এ সুযোগ পাচ্ছিলেন। ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরের নাগরিকরাও উমরা পালন এবং রওজা জিয়ারতের সুযোগ পাচ্ছেন। তবে এজন্য জুড়ে দেওয়া হয়েছে একগুচ্ছ কঠিন শর্ত। তার পরও বাংলাদেশিদের জন্য আপাতত কোনো সুখবর নেই।