ইরফানের বিরুদ্ধে দখলদারির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, এমপি হাজী সেলিম পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১ নভেম্বর) দুপুরে সাভারে অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন। তিনি জনগণকে পর্যাপ্ত সেবা দেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছেন। এজন্য শুধু এমপি পুত্র নয়- এমপি-মন্ত্রীরা দুর্নীতি করলে ছাড় পাবে না।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, এখন ভূমি ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি নেই। সারা দেশের ৮টি জেলার ৯টি উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে সানন্দে মানুষ অনলাইনে খাজনা পরিশোধ করছেন। এছাড়া ২০২১ সালের জুলাই থেকে সারা দেশে অনলাইনে খাজনা পরিশোধ করতে পারবেন জনসাধারণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.