বর্ণবাদই ট্রাম্পের শেষ অস্ত্র
রিচার্ড রথস্টেইল তাঁর বিখ্যাত কালার অব লাভ বইয়ে পরীক্ষা করে দেখেছেন, কী করে ফেডারেল সরকার, অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলো শ্বেতাঙ্গ সহিংসতার বাতাবরণে দেশজুড়ে আফ্রো-আমেরিকান ‘ঘেটো’র সৃষ্টি করেছিল, তাদের সুরক্ষা দিয়েছিল।
আবার তারা শ্বেতাঙ্গ শহরগুলোতে বর্ণভিত্তিক বিভাজনের বিস্তার ঘটিয়েছিল। তারা বিপুলসংখ্যক বর্ণবাদী আইন তৈরি করেছিল, যা গত শতাব্দীর ষাটের দশকের শেষ দিকে ফেডারেল কোর্ট ও কংগ্রেস ধীরে ধীরে নির্মূল করেছিল।