করোনাভাইরাস মহামারির কালে দেবী দুর্গা এসেছেন নারী চিকিৎসক রূপে, অসুররূপী করোনাভাইরাসকে বধ করছেন টিকা দিয়ে। দুর্গা পূজার সবচেয়ে শক্তিশালী দেবী প্রতীমা হিসেবে দুর্গার এই রূপ নজর কেড়েছে সবার। বিশ্বজুড়ে বছরব্যাপী মহামারির সাথে যুদ্ধ করছে মানুষ। একদম সামনের সারির যোদ্ধা হচ্ছেন চিকিৎসক। নারী চিকিৎসক ও সেবা কর্মীরা আক্ষরিক অর্থেই দশ হাতে সবকিছু সামলে মানুষ বাঁচানোর যুদ্ধে নেমেছেন, নারী বিজ্ঞানী টিকা আবিষ্কার করতে লড়ছেন। করোনাভাইরাস প্রতিরোধে নারীশক্তির অপরিহার্যতা ঘোষণা করেছেন দেবী দুর্গা।
অথচ, এই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস টাস্ক ফোর্স গঠন করেছিলেন। বার জন সিনিয়র কর্মকর্তা আছেন এই টাস্কফোর্সে। আমেরিকাকে কোভিড-১৯ থেকে রক্ষা করতে সব দায়িত্ব কাঁধে নিয়েছিলেন এই বার জন, যাদের একজনও নারী নন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.