পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবিতে দুইজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাহিরচর গোরস্থান সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুইজন হলেন- পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের শুকুর হোসেন (৪৫) ও একই গ্রামের তোফাজ্জল হোসেন (৫০)। এ দুর্ঘটনায় আহত উজ্জ্বল হোসেন, নাজিম উদ্দিন ও আব্দুল খালেকসহ প্রায় ২০ জনকে সুজানগর ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত উজ্জ্বল হোসেন ও আব্দুল খালেক জানান, চরাঞ্চলে আগাম জাতের পেঁয়াজ লাগানোর কাজ চলছে। শ্রমিকরা প্রতিদিন চরে গিয়ে কাজ শেষে বিকালে বাড়ি ফেরে। বিকালে ৫০-৬০ জন যাত্রী ও শ্রমিক নিয়ে চর থেকে একটি নৌকা কোলচুরী আসার সময় বাহিরচর গোরস্থান সংলগ্ন পদ্মা নদীতে নৌকাটি হঠাৎ তীব্র বাতাসে ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে ও উদ্ধারকারীদের মাধ্যমে পাড়ে আসতে পারলেও ওই দুইজন নিখোঁজ হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নৌকাডুবি
- পদ্মা নদী
- শ্রমিক নিখোঁজ