স্বাস্থ্যকর পাঁচ তেলেই শরীর থাকবে সুস্থ, রান্নাও হবে সুস্বাদু
শরীর সুস্থ রাখতে খাবারের অবদানই সবচেয়ে বেশি। কেননা খাবারের মাধমেই শরীর তার চাহিদার সব পুষ্টি উপাদান পেয়ে থাকে। তবে শুধু রান্না করলেই তো হবে না। খাবার একই সঙ্গে পুষ্টিকর এবং স্বাস্থ্যকরও হতে হবে। রান্নার কিন্তু আরেক অপরিহার্য উপাদান তেল। তেল ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না। তবে তেল স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি আবার খারাপও বটে। এটি খাবারের গুণমান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বাঙালি রান্নায় প্রথমেই প্যানে তেল দিয়ে তারপর রান্না শুরু হয়। এতে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়।
তবে অনেকেই রান্নায় তেলের বদলে ঘি বা মাখন ব্যবহার করে থাকে। আবার অনেকেই ভাবেন কোন তেল স্বাস্থ্যের জন্য ভালো হবে। তবে স্বাস্থ্যকর আর সুস্বাদু একই সঙ্গে কিন্তু পাওয়া যায় না। একদিক ছাড় দিতেই হয়। আজ তাহলে কয়েকটি তেলের কথা জেনে নিন। যেগুলো একদিকে যেমন আপনার স্বাস্থ্য ভালো রাখবে।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্য উপকারিতা
- তেলের উপকার