‘আমি ধর্ষিত হলে প্রতিবাদ করিয়েন প্লিজ’
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ০৯:৩৫
‘সন্ধ্যার পর বাইরে থাকা যাবে না, একা একা কোথাও যাওয়া যাবে না, যাচ্ছে তাই পোশাক পরা যাবে না। বন্ধুদের সাথে ট্যুরে যাওয়া যাবে না। কারণ এসব কোথাও আমি নিরাপদ নই। তারপর একদিন এলো আমি স্বামীর সাথে নিরাপদ নই, দিনের আলোতেও নিরাপদ নই, আমি বাইরে নিরাপদ নই। এখন জানলাম আমি আমার ঘরেও নিরাপদ নই।
আমি মায়ের আঁচল তলেও নিরাপদ নই। আমার বাবা, আমার ভাই, আমার স্বামী আমার সন্তান আমার সমাজ কেউ আজ আমার নিরাপত্তা দিতে পারছে না। আমার নিরাপত্তা কোথায়? এমন জন্ম তো আমরা চাই নি।’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর দেয়া স্ট্যাটাস এটি।