হ্যাংআউটসকে অবসরে, বিনা মূল্যেই গুগল চ্যাট সুবিধা
গুগল এরই মধ্যে হ্যাংআউটস সুবিধা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী বছরের মধ্যে হ্যাংআউটস ব্যবহারকারীদের গুগল চ্যাটে নিয়ে যাবে প্রতিষ্ঠানটি। এরপরই হ্যাংআউটসকে অবসরে পাঠাবে তারা। বিনা মূল্যেই সব হ্যাংআউটস ব্যবহারকারীরা এ সেবা পাবেন। ব্যবহারকারীরা তাঁদের আলোচনা, কন্টাক্টস ও চ্যাট ইতিহাস নতুন প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবেন।
গুগল চ্যাট কীভাবে আলাদা হবে? গুগল চ্যাটে যুক্ত হবে হ্যাংআউটসের নানা ফিচার। এতে আসবে ডিরেক্ট ও গ্রুপ মেসেজিং সুবিধা। এর বাইরে সেন্ড টু ইনবক্স, দ্রুক সার্চ, ইমোজি প্রতিক্রিয়া ও জবাব দেওয়ার বিভিন্ন পরামর্শ সুবিধা থাকবে।
গুগলের পক্ষ থেকে বলা হয়, জিমেইলের মতো ফিশিং বা প্রতারণাপূর্ণ লিংক শেয়ার ঠেকাতে চ্যাটে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা থাকবে। কেউ যদি চ্যাটে লিংক পাঠায়, তখন তা নিরাপদ ব্রাউজিং মোডে দেখা যাবে। ক্ষতিকর লিংক হলে তা ফ্ল্যাগ দেখাবে গুগল।