ওয়েবে অ্যাপল ম্যাপসের বিটা সংস্করণ ছেড়ে পূর্ণাঙ্গ সংস্করণ চালু করেছে অ্যাপল। ফলে এখন অ্যান্ড্রয়েডে থেকেও এ ম্যাপ ব্যবহার করা যাবে। এতদিন শুধু ডেস্কটপ ও ট্যাবলেট থেকে ফিচারটি ব্যবহার করা যেত। খবর নাইনটুফাইভ ম্যাক।
প্রতিবেদন বলছে, গত বছর অ্যাপল ওয়েব প্লাটফর্মে অ্যাপল ম্যাপসের বিটা সংস্করণ চালু করে। এর মাধ্যমে অন্যান্য প্লাটফর্মের ব্যবহারকারীরা প্রথমবারের মতো অ্যাপলের ম্যাপিং পরিষেবা ব্যবহারের সুযোগ পায়। তবে অ্যাপল ম্যাপস ওয়েবের প্লাটফর্মটি এতদিন ‘বিটা’ লেবেলযুক্ত ছিল। সম্প্রতি এটি পূর্ণাঙ্গ সংস্করণ হিসেবে চালু হয়েছে।