ঢাকার মিরপুরের শেওড়াপাড়ায় মোটরসাইকেলে এসে চাপাতি হাতে ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের পুবাইলের কুদাব পশ্চিমপাড়া এলাকা থেকে ওই ঘটনায় জড়িত ইমরান খান সাকিব ওরফে শাকিল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পাশাপাশি চাপাতি, আড়াই হাজার টাকা এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত হিরো হাংক মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ।