মার্কিন সরকার চীনে রপ্তানি নীতিমালা কঠোর করায় কম্পিউটার চিপ জায়ান্ট এনভিডিয়ার শেয়ার বাজারে সাড়ে পাঁচশ কোটি ডলার ক্ষতির মুখে পড়তে পারে– এমন খবর প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দামে ধস নেমেছে।
কঠোর নীতিমালার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিকাশের কেন্দ্রবিন্দুতে থাকা মার্কিন কোম্পানিটির ‘এইচ২০ এআই’ চিপ চীনে রপ্তানি করতে লাইসেন্সের প্রয়োজন হবে, যা এনভিডিয়ার শীর্ষ চাহিদাসম্পন্ন অন্যতম চিপ বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এসব নিয়ম এসেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অংশ হিসাবে, যেখানে দুই দেশই একে অপরের বিভিন্ন পণ্যের ওপর চড়া বাণিজ্য শুল্ক আরোপ করেছে।