You have reached your daily news limit

Please log in to continue


‘অতিমানব’ ডি ভিলিয়ার্স দর্শক বানিয়েছিলেন কোহলিকে

আইপিএলের শুরু থেকে রান উৎসব হয়েছে শারজায়। প্রথম দিকে তো দুই শর নিচে থামছিল না কোনো দলই। কিন্তু ধীরে ধীরে উইকেট শুকিয়ে আসছে, আর রান তোলা কঠিন হয়ে উঠছে। যদিও কাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংসের পর এসব কথা হাস্যকর মনে হচ্ছিল। রান তোলা যদি কঠিনই হয়, তাহলে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলা তো সম্ভব হতো না! ক্রিকেট বিশেষজ্ঞদের স্বস্তি ফিরেছে দ্বিতীয় ইনিংসে। শারজার উইকেট যে ধীরে ধীরে বদলে যাচ্ছে সেটার প্রমাণ হিসেবেই পুরো ২০ ওভার খেলেও মাত্র ১১২ রান তুলতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইনিংসের পরই তাই আরেকবার উঠল প্রশ্ন—বেঙ্গালুরু কীভাবে এত রান করল এ উইকেটে? উত্তরটা বিরাট কোহলির জানা আছে। তাঁর দলে একজন ‘অতিমানব’ আছে; এবি ডি ভিলিয়ার্স।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন