কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বড় ম্যাচের আগে ঘুমের ট্যাবলেট খেতেন ডি ভিলিয়ার্স!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩, ১৫:৩০

খেলোয়াড়দের মুখে বিভিন্ন সময় নির্ঘুম রাত কাটানোর কথা শোনা যায়। কেউ ম্যাচ শেষে সাফল্যের বাধভাঙা উচ্ছ্বাসে, কেউ আবার উদ্বেগের কারণে রাতে ঘুমাতে পারেন না। তাদের একজন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেট এবি ডি ভিলিয়ার্স। এমনকি ঘুমানোর জন্য ট্যাবলেটও খেতেন তিনি, একসময় তা আসক্তির পর্যায়ে চলে গিয়েছিল।


সাবেক প্রোটিয়া ক্রিকেটার অকপটে স্বীকার করেছেন, খেলোয়াড়ি জীবনে নানা উদ্বেগের মধ্যে কেটেছে অনেক রাত। বিশেষ করে বড় ম্যাচগুলোর আগে। এই চাপ মোকাবিলা করতে ঘুমের ওষুধ খেতেন তিনি। তবে এই পথ যেন অন্যরা বেছে না নেন, সেই পরামর্শ তিনি দিয়েছেন। কারণ এটা আসক্তির পর্যায়ের চলে যেতে পারে।


সম্প্রতি অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ বড় ম্যাচগুলোর আগে ঘুমের সমস্যার কথা তুলে ধরেন। এক সাক্ষাৎকারে ফুটবলার ডেলে আলীও স্বীকার করেন, ঘুমের ওষুধ খাওয়ার তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও