You have reached your daily news limit

Please log in to continue


শয্যা ফাঁকা করোনা হাসপাতালের

শূন্য হয়ে পড়ছে কভিড-১৯ আক্রান্তদের জন্য নির্ধারিত হাসপাতালগুলো। গতকাল সারা দেশে করোনা হাসপাতালের সাধারণ শয্যা ৭৯ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা ৫৪ শতাংশই ফাঁকা ছিল। রোগী না থাকায় ৬টি হাসপাতালে করোনা রোগী ভর্তি বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর। দেশে প্রতিদিনই কমছে করোনা শনাক্তে নমুনা টেস্টের সংখ্যা। গতকাল টেস্ট হয়েছে ১১ হাজার ২৫৬টি। করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের। সংক্রমণ হার ছিল ১১ দশমিক ৩৫ শতাংশ। ধীরে ধীরে কমছে সংক্রমণ হার। তবে মৃত্যুহার এখনো আশঙ্কাজনক। গতকাল মারা গেছেন ১৭ জন। মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদ হোসেন মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রোগী কমে যাওয়ায় আমরা ১২টি কভিড হাসপাতালকে নন-কভিডে রূপান্তর করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। এর মধ্যে ৬টি হাসপাতালে করোনা সেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন