গাজীপুরে ফ্রিজের বিস্ফোরণে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ৫৫ কক্ষ
গাজীপুর মহানগরের ভোগড়া তালতলা এলাকায় মান্নান সরকারের কলোনীতে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কলোনীর ৪০টির মতো কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই কলোনীর তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে থাকা একটি ফ্রিজ সশব্দে বিস্ফোরণ ঘটে এবং অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা আশেপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।