'স্বাদ গন্ধ চলে যাওয়া কোভিডের আরও স্পষ্ট ও নিশ্চিত লক্ষণ'
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ২০:৪৬
কোভিড-১৯ সংক্রমণ হয়েছে কি না, গবেষকরা এখন বলছেন, তা বোঝার আরও নির্ভরযোগ্য ইঙ্গিত হল আপনার স্বাদ ও গন্ধের অনুভূতি চলে যাওয়া। গবেষণায় দেখা যাচ্ছে কাশি বা জ্বরের চাইতে স্বাদ-গন্ধহীনতা কোভিডের আরও স্পষ্ট লক্ষণ। বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা রেচেল শ্রায়ার এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
এবছরের গোড়ার দিকে স্বাদ ও গন্ধ পাচ্ছিলেন না এরকম প্রায় ৬০০ রোগীর ওপর এক গবেষণা চালিয়েছে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ, এবং এদের ৮০% এর শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে।