কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনায় বাড়ছে বেকার বাড়ছে অপরাধ আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে

সংবাদ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২০, ১৭:০১

করোনা মহামারী শুরুর প্রথম দিকে অপরাধপ্রবণতা কমে গেলেও হঠাৎ করে আবার বেড়েছে অপরাধ ও প্রতারণার ঘটনা। মূলত চাকরি চলে যাওয়া উপার্জন না থাকাসহ নানা কারণে অপরাধপ্রবণতা বেড়েছে। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী রাজধানীর ৫০টি থানায় গত মার্চে মামলার সংখ্যা দিল ২ হাজার ৫৫টি। এপ্রিলে তা কমে দাঁড়ায় ৩৫২টিতে। মে মাসে মামলার সংখ্যা বেড়ে হয় ৫১৮টি আর জুনে তা আরো বেড়ে হয় ১ হাজার ১৭৭টি। সেই সঙ্গে সাইবার ক্রাইমও বেড়ে গেছে। চাকরি হারিয়ে মানুষ বিভিন্নভাবে সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ নিয়ে সহযোগী দৈনিক প্রতিবেদন প্রকাশ করেছে।

করোনার মধ্যে যে বহু মানুষ চাকরি হারাবে, বেকার হয়ে পড়বে এবং অপরাধে ঝুঁকে পড়বে এমনটা আশঙ্কা করা হচ্ছিল। যে কোনো দুর্যোগ এলে সমাজে এক ধরনের বিশৃঙ্খলা আসে। প্রকারান্তরে তা সমাজে বড় ধরনের প্রভাব ফেলে। যেটা বর্তমানে ঘটছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল আরো আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। যারা চাকরি হারিয়ে অপরাধে যুক্ত হয়েছে বা হচ্ছে তাদের বেশিরভাগই নিম্নআয়ের মানুষ। কেউ সিএনজি অটোচালক কেউ ভ্যানে কাপড় বিক্রি করত এরকম নিম্নআয়ের বহু মানুষ চুরি চিনতাইসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে। এতে প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতির যেমন অবনতি হচ্ছে; দ্বিতীয়ত মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও