রক্ষণশীলদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন ট্রাম্প
প্রেসিডেন্ট হিসেবে আমেরিকার সমাজকে বিভক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে নিয়োগ নিয়ে নানা তুলকালাম কাণ্ড করেছেন। টুইটের পর টুইট করেছেন। লাগামহীন কথাবার্তা বলেছেন। একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন। নতুন কোনো প্রেসিডেন্ট এসে এসব মুছে ফেলতে পারবেন, কিন্তু ট্রাম্পের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগকে মুছে ফেলা যাবে না। ট্রাম্পের সমর্থকেরা মনে করেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের কারণেই ট্রাম্প ইতিহাসে স্থান করে নেবেন।
রক্ষণশীলদের কাছে যুক্তরাষ্ট্রে আগামী কয়েক যুগ ধরে প্রিয়পাত্র হিসেবেই বিবেচিত হবেন ট্রাম্প। অত্যন্ত স্বল্প সময়ের ব্যবধানে মার্কিন সুপ্রিম কোর্টে বড় ধরনের আদর্শিক পরিবর্তন হয়ে গেল তাঁর হাত দিয়ে। এর পরিণাম আমেরিকান সমাজের জন্য কতটা ভালো বা কতটা মন্দ, তা নিয়ে তর্কবিতর্ক ও আলোচনা চলবে। উদারনৈতিক অবস্থানের বিপক্ষে মার্কিন সমাজের পশ্চাৎপদতার কথা উঠবে। কিন্তু ইতিহাস পাল্টানোও যাবে না।