
মেহেরপুরে এক ঠিকাদারের মামলায় ৩ সড়কের কাজ বন্ধ
প্রথম আলো
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৯
দরপত্র প্রক্রিয়ার অস্বচ্ছতা ও কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে গরমিলের অভিযোগে ঠিকাদারের করা মামলার কারণে মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি সড়কের সংস্কারকাজ তিন বছর ধরে আটকে আছে। সড়ক তিনটি হলো উপজেলার বামুন্দী-কাজিপুর, আকুবপুর-গোয়ালগ্রাম ও কাজিপুর-নওদাপাড়া। এর মধ্যে দুটি সড়কের ১২ কিলোমিটার করে ও একটির ৮ কিলোমিটার সংস্কার হওয়ার কথা। তিন বছর ধরে সড়ক তিনটি বেহাল পড়ে আছে। এতে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন আশপাশের বাসিন্দারা।
- ট্যাগ:
- বাংলাদেশ