বঙ্গোপসাগরে নারী ও শিশুসহ আটক ২৭৩ জন, ‘যাচ্ছিল মালয়েশিয়া’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৮

কক্সাবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছে সাগরে অভিযান চালিয়ে ২৭৩ জনকে আটক করা হয়েছে, তারা অবৈধভাবে সমুদ্রপথে ‘মালয়েশিয়া যাচ্ছিল’।


রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, শনিবার রাতে সেন্টমার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে সমুদ্রে অভিযান চালিয়ে নৌবাহিনী তাদের আটক করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় একটি কাঠের নৌকা আটক করা হয়েছে।


“প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সকল ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়ায় গমনের উদ্দেশ্যে যাত্রা করেছিল।”


আইএসপিআর বলেছে, কাঠের নৌকাটির সন্দেহজনক গতিবিধি দেখে নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’ নৌকাটিকে ধাওয়া করে আটক করে।


আটক করা হয় নৌকায় থাকা দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে।


আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা কোন এলাকার বাসিন্দা এবং তাদের পরিচয় কি, সে বিষয়ে আইএসপিআরের তরফে বিস্তারিত জানানো হয়নি।


আটক সবাইকে টেকনাফ থানায় হস্তান্তর করার তথ্য দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আটককৃতদের দেওয়া তথ্যমতে জানা যায়, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও