কামাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ২২:৩২

প্রবীণ আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, গণফোরামের প্রতিষ্ঠাতা কামাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।


নিউমোনিয়ায় আক্রান্ত কামাল হোসেনকে শুক্রবার ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


রোববার রাতে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড. কামাল হোসেনের শারিরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নতির দিকে। যার কারণে আজকে (রোববার) বিকালে এইচডিও থেকে কেবিনে দেওয়া হয়েছে। আমি হাসপাতালে গিয়েছিলাম, ওনার শারীরিক খোঁজখবর নিয়েছি।”


এর আগে কামাল হোসেনের নিউমোনিয়া ধরা পড়ার তথ্য দিয়ে মিজানুর রহমান বলেছিলেন, “ওনার শারিরিক অবস্থা খুবই দুর্বল। উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।"


কামাল হোসেন সর্বশেষ বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।


সেখানে ভিআইপি ফটক দিয়ে প্রবেশ করতে না দেওয়ায় তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে মন্তব্য করেছিলেন গণফোরামের এই নেতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও