![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F198e5d78-4c0e-4b0f-bb8f-baf49bb31954%252Fdownload.jpg%3Frect%3D0%252C76%252C1280%252C672%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বিচারক নিয়োগ নিয়ে তোলপাড়
উচ্চ আদালতে বিচারক নিয়োগ বহু দেশে মামুলি বিষয়। যেমন বাংলাদেশে এসব নিয়োগ নিয়ে এখন তেমন কোনো আলোচনা হয় না। তবে আমেরিকার চিত্র ভিন্ন। সেখানে সরকারের প্রতিটি স্তরে রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহি। তাই প্রতিটি বড় নিয়োগের আগে রয়েছে যাচাই-বাছাই আর বিতর্কের সুযোগ। আমেরিকার সুপ্রিম কোর্টে নিয়োগ নিয়ে এসব আরও বেশি হয়।
- ট্যাগ:
- মতামত
- বিতর্ক
- তোলপাড়
- বিচারক নিয়োগ
- আসিফ নজরুল