যত দোষ, বিএনপি-জামায়াত ঘোষ!
আত্মনির্ভরশীল চাকরিজীবী এক নারী সিদ্ধান্ত নিলেন তিনি বিয়ে করবেন না। গুরুর কাছে গেলেন। গুরু সব শুনে বললেন, ঠিক আছে। তবে তুই সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরে ক্লান্তির রাগটা কার ওপর ঝাড়বি? ঠিকমত কোনো কাজ করতে না পারলে দায়টা কার ওপর চাপাবি? অফিসে ঝামেলা হলে দোষটা কার ঘাড়ে যাবে? এরপর গুরু বললেন, আরে পাগলী, এই জন্যই বিয়ে করতে হয়।
এটি একটি কৌতুক, কিন্তু নির্দোষ নয়। আরো অনেক কৌতুকের মত এটিও একটি নারী বিদ্বেষী কৌতুক। আমার ধারণা, বেশিরভাগ কৌতুকই পুরুষদের বানানো। তারা সংসারে কিছু বলতে না পেরে কৌতুকে নারী বিদ্বেষ ছড়িয়ে দেয়। তবে কৌতুক শুনে ক্ষেপে না গিয়ে নারীরা কেন পাল্টা কৌতুক বানায় না, এটা একটা নির্দোষ কৌতূহল। দুটো ব্যাখ্যা হতে পারে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে