শিশু ধর্ষণ নির্মূল : শাস্তি দিয়ে সম্ভব?

জাগো নিউজ ২৪ মনিরা নাজমী জাহান প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:০৬

শিশু ধর্ষণ সভ্য সমাজের এক কলঙ্কিত অধ্যায়। আজকের দিনে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতির ফলে যখন সভ্যতা সমৃদ্ধ হচ্ছে। যখন জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নেই যেই শাখায় মানুষ উন্নতি করছে না, ঠিক সেই সময়েও শিশু ধর্ষণের মত ভয়াবহ কলঙ্কিত ঘটনা উদ্বেকজনক ভাবে বেড়ে চলছে। এমন একটি দিন পাওয়া যাবে না যেদিন পত্রিকার পাতায় শিশু ধর্ষণের মত ঘটনা আমাদের চোখে পড়ে না। একটি জাতি কতটা বিকারগ্রস্থ হলে সেই জাতিতে শিশু ধর্ষণ নিত্য দিনের ঘটনায় পরিণত হয়! একটি শিশুকেও আমরা নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ দিতে পারছি না। সর্বদা এক আতংকিত পরিবেশে তাকে বড় হতে হচ্ছে , জাতি হিসেবে এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের আর কি হতে পারে?

যে প্রশ্নটি এখন সর্বত্র দেখা দিয়েছে তা হল একটি শিশু আসলে কোথায় নিরাপদ? খেলার মাঠ, বিদ্যালয়,ধর্মীয় উপাসনালয় তো বটেই এমনকি নিজের নিকট আত্মীয় স্বজনের কাছেও নিরাপদ নয় একটি শিশু ও। নিঃসন্দেহে বাংলাদেশগড় আয়ু বৃদ্ধি, মাথাপিছু আয়সহ সামাজিক বিভিন্ন সূচকে উন্নতি করেছে। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে এখন তার শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হয়নি। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী আগস্ট মাস পর্যন্ত দেশে ধর্ষণের বীভৎস স্বীকার হয়েছে ৩২৪ জন শিশু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও