ভিডিও স্টোরি: দেরিতে মা হওয়া নিয়ে কেন মানসিক চাপে থাকতে হয় নারীকে?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২
জাহিরা খানম, পেশায় একজন ব্যাংকার। ক্যারিয়ার এবং সংসার সামলে নিতে গিয়ে দেরীতে গর্ভ ধারণ করেন। স্বামী-স্ত্রী দুজনে মিলেই সিদ্ধান্ত নেন দেরীতে সন্তান নেওয়ার। ফলে এগার বছর পর গর্ভধারণ করেন জাহিরা। কিন্তু এই এগার বছর তাকে আত্মীয় -স্বজন এবং আশেপাশের লোকজনের কাছ থেকে পেতে হয়েছে নানা রকম মানসিক যন্ত্রণা। জাহিরা জানান কারো সাথে দেখা হলেই বলতো, এই এতো বছর হয়ে গেছে বাচ্চা নিচ্ছো না কেন? তিরিশ বছর হয়ে গেলে তো তোমার ছেলেমেয়ে হবে না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভিডিও
- পরিবার পরিকল্পনা
- ব্যাংকার