গুঁড়িয়ে দেয়া হলো অনুমোদনহীন ৪০ লাখ টাকার ওষুধ
নরসিংদীতে ওষুধ তৈরির লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগস নামক একটি কোম্পানিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ ধ্বংস করা হয়।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শিবপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত টেকনো ড্রাগস্ লিমিটেডের ৩নং ইউনিটে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরি করার লাইসেন্স এবং মানবদেহের জন্য বিভিন্ন এন্টিবায়োটিক, হরমোন, ডেক্সামিথাজন, স্টেরয়েড ড্রাগ উৎপাদনের জন্য ওষুধ প্রশাসনের কোন অনুমোদন নেই টেকনো ড্রাগসের। এজন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রায় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ ও ঔষধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল ধ্বংস করা হয়।