You have reached your daily news limit

Please log in to continue


বলিউডের অশ্লীলতায় ধর্ষণের রাজধানী নয়াদিল্লি: ইমরান খান

পাকিস্তানের ক্রমবর্ধমান যৌন সহিংসতা বন্ধে ধর্ষককে জনসম্মুখে ফাঁসি বা রাসায়নিক প্রয়োগ করে খোজা বানিয়ে দেয়ার মতো কঠোরতর শাস্তি নিশ্চিত করা উচিৎ বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন তিনি। গেল বুধবার লাহোরের মহাসড়কে গাড়িতে এক নারী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো পাকিস্তান। জোরালো দাবি উঠেছে নারীর প্রতি যৌন সহিংসতার বন্ধের। প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, গাড়িতে গণধর্ষণের ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে। কারণ ক্ষতিগ্রস্ত নারী কারো বোন বা মেয়ে। দেশটির পুলিশ প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে যৌন অপরাধের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। বিষয়টিকে বিস্ময়কর বলে আখ্যা দিয়েছেন ইমরান খান। বলেন, ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিৎ। আমার মতে তাদেরকে জনসম্মুখে ফাঁসি দেয়া উচিৎ। ধর্ষণকারী, শিশু নিপীড়নকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন