নামাজ পড়লেও সত্য বলার লোক নাই, দুঃখ আইভীর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেই ঈমানদার হওয়া যায়না! ঈমান ও আমল না থাকলে কোনো দাম নাই। সাদাকে সাদা-সত্যকে সত্য-মিথ্যাকে মিথ্যা বলতে হয়। দুঃখ লাগে অলিতে-গলিতে মসজিদ-মন্দির গড়ে ওঠে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মন্দিরে প্রার্থনা করে। কিন্তু অনেকেই সত্য বলে না। তাহলে এই ইবাদত কবুল হবে কি? শনিবার বিকাল ৫টায় রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী বৃক্ষের প্রয়োজনীয়তা নিয়ে বলেন, বৃক্ষ আমাদের সবদিক থেকেই উপকার করে। যারা বৃক্ষ রোপণ করেন তারা যেমন সওয়াব পায়, যারা এর যত্ন করে তারাও অনুরূপ সওয়াব পায়। সুতরাং বৃক্ষ আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনে। বৃক্ষের নিচে আশ্রয় নিয়ে আমরা অনেক সময় আরাম আয়েশ করে স্বস্তি পেয়ে থাকি। এক কথায় বৃক্ষ সর্বদাই উপকারী।