You have reached your daily news limit

Please log in to continue


তথ্য প্রযুক্তির নিরাপত্তা এবং সমসাময়িক ব্যাংকারের চিন্তারবলয়

ভূ-স্বামী সম্ভাব্য পাহারাদারকে: “তুমি ইংরেজী জান?” সম্ভাব্য পাহারাদার: “ক্যা, চোর কি বিলাত থন আইবো নিহি!” উপরোক্ত সাক্ষাৎকারের সঙ্গে হয়ত অনেকেই পরিচিত নয়। কিন্তু বর্তমান সময়ে,শুধু বাসা বাড়িতেই নয়; অনেক প্রতিষ্ঠানে বিশেষ করে আর্থিক বা সমমানের প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় তো বটেই, আবশ্যকও। এখানে আলোচিত পাহারাদারকে রূপক অর্থে দেখানো হয়েছে। যিনি কি না নিঃছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে কাজ করবেন, প্রযুক্তির সহায়তায় যাতে যথাসম্ভব চৌর্যবৃত্তিকে প্রতিহত করা সম্ভবপর হয়। প্রযুক্তির প্রায়োগিক ব্যবহারের জন্য ইংরেজী ভাষার জ্ঞানতো আবশ্যিক, ক্ষেত্রবিশেষে কাম্পিউটারের গাণিতিক পরিভাষার (Computer Language) রপ্ত জ্ঞানও অপরিহার্য হয়ে পরেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন