চুলে রং করলে যে ক্ষতি
চুল রং করা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বয়স কমানো বা লুক পরিবর্তনের জন্য অনেকে চুলে রং করেন। চুল পাকলে চিন্তার শেষ নেই। দোকানে গিয়ে অনেকেই কিনে নিয়ে আসেন পার্মানেন্ট কালার। বিজ্ঞাপনের মতোই নিমিষে সাদা চুল লুকিয়ে পড়ে কালো রঙের আবরণে। কিন্তু এতেই আপনার মারাত্মক ক্ষতি হচ্ছে। সে খবর কি রাখেন? না রাখলে রাখতে শুরু করুন। কারণ যে পার্মানেন্ট রংটি আপনার চুলের রং পালটে দিচ্ছে। তা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।
এই রঙের জন্যই আপনার শরীরে থাবা বসাতে পারে মারণ রোগ ক্যানসার। এমনটাই বলছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কলব বা হেয়ার কালার যে চুলের স্বাস্থ্যের পক্ষে কতটা খারাপ তা অল্পস্বল্প সবাই জানি। তবুও সেই দিকে কেউ গুরুত্বই দেয় না। কিন্তু নিয়মিত চুলে রং করার ফলেও হতে পারে ক্যানসার। তাই হেয়ার কালার থেকে দূরে থাকার কথাই বলেছেন বিজ্ঞানীরা। যদিও বা ব্যবহার করতে হয় তাহলে সেক্ষেত্রে টেম্পোরারি হেয়ার কালার ব্যবহার করা উচিত। যে রংগুলো এক বা দুবার শ্যাম্পু করার পর চলে যায়।
- ট্যাগ:
- লাইফ
- ক্ষতি
- চুলের যত্ন
- চুল রঙ