সিলেট সিটির সম্প্রসারণ
‘দশে মিলি করি কাজ/ হারি জিতি নাহি লাজ’ বলে যে বাংলা প্রবাদটি আছে, তারই প্রতিফলন দেখা গেল সিলেট শহরের উপকণ্ঠে অবস্থিত ৯টি গ্রামের বাসিন্দাদের মধ্যে। তাঁরা অতীতে যেমন একসঙ্গে ছিলেন, তেমনি ভবিষ্যতেও একসঙ্গে থাকতে চান।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিধি বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসন গত মাসে যে গণবিজ্ঞপ্তি জারি করে, তাতে ২৬ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের সিটি করপোরেশনকে প্রায় ৫৭ বর্গকিলোমিটারে উন্নীত করার প্রস্তাব করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী টুকেরবাজার ইউনিয়ন পরিষদের শেখপাড়া, সাহেবেরগাঁও, চরুগাঁও, খালিগাঁও, হায়দরপুর, পীরপুর ও শাহপুর-খুরুমখলা গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়। বাদ পড়ে টুকেরগাঁও ও গৌরীপুর গ্রাম।
- ট্যাগ:
- মতামত
- নতুন উদ্যোগ
- সম্প্রসারণ
- জেলা প্রশাসন